দীর্ঘ প্রায় দুই দশক পর সরাসরি কোনো গণমাধ্যমকে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
বিবিসি বাংলাকে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি বলেন, “ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।” সাক্ষাৎকারের প্রথম পর্ব সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত হয়।
লন্ডন থেকে দীর্ঘ এ সাক্ষাৎকারে তারেক রহমান বিস্তারিতভাবে দলের নির্বাচনী কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, এবং বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন।
বিবিসি বাংলার প্রশ্ন- কেন এখনও দেশে ফেরেননি, জবাবে তারেক বলেন, “কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা এখনও হয়ে উঠেনি। তবে সময় তো চলে এসেছে। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।”
নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,
“রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী । নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল ও কর্মীর ওৎপ্রত সম্পর্ক থাকে। যেখানে জনগণ প্রত্যাশিত নির্বাচন চায়, সেই সময় আমি অবশ্যই জনগণের সঙ্গে থাকবো, ইনশাআল্লাহ।”
দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক শঙ্কা সম্পর্কে তারেক বলেন,“বিভিন্ন রকম শঙ্কার কথা আমরা অনেকবার শুনেছি—সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও শুনেছি। বিভিন্ন মাধ্যমে এই শঙ্কাগুলো প্রকাশিত হয়েছে।” সাক্ষাৎকারে তারেক রহমান বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড, নির্বাচনের পরিবেশ ও দলের অগ্রাধিকার নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন, যা দেশের রাজনীতিতে নতুন আলোচনার সূচনা করেছে।
Leave a comment