Home শিক্ষা অস্থিরতার জেরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ কুয়েট
শিক্ষা

অস্থিরতার জেরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ কুয়েট

Share
Share

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়টি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে, ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার নীতিও বহাল রাখা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ৯৩তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
কুয়েট আইন, ২০০৩-এর ধারা ৪৪(৫) অনুযায়ী, শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাও কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে তদন্ত সাপেক্ষে চাকরিচ্যুত করা হবে।
শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকবে। কেউ রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে তদন্তের মাধ্যমে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এবং তার শিক্ষার্থী মর্যাদা বাতিল করা হবে।
মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং হামলায় সরাসরি যুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।
ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণভাবে বহন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কুয়েট কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে, ভবিষ্যতে নিয়ম লঙ্ঘন করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর,  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  আগামী বৃহস্পতিবার (১৫ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে প্রস্তুত...

আজ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

জুলাই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার দাখিল করবে তদন্ত...

Related Articles

তারা টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

৬ মে গাজীপুরের শ্রীপুরে টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই ভুয়া পরীক্ষার্থীকে...

রাবিতে জুনিয়র শিক্ষার্থীদের টানা ৫ ঘণ্টা র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজ বিভাগের কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে ডেকে দীর্ঘ ৫ ঘণ্টা...

নর্থ সাউথের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ।

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ...

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ...