বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) বাংলাদেশের পক্ষ থেকে এবার মনোনীত হয়েছে লীসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। এটি ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।
শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’। কমিটির সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ছবির নাম ঘোষণা করেন।
এবার অস্কারে মনোনয়নের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—
• সাবা (পরিচালক: মাকসুদ হোসাইন)
• বাড়ির নাম শাহানা (পরিচালক: লীসা গাজী)
• নকশিকাঁথার জমিন (পরিচালক: আকরাম খান)
• প্রিয় মালতী (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত)
• ময়না (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ)
কমিটির সদস্যরা ২৪ ও ২৫ সেপ্টেম্বর স্ক্রিনিং শেষে চূড়ান্তভাবে *‘বাড়ির নাম শাহানা’*কেই মনোনীত করেন। বিষয়বস্তু, নির্মাণশৈলী ও আন্তর্জাতিক মান—সব দিক বিবেচনায় ছবিটি উপযুক্ত বলে সর্বসম্মত মত দেন তারা।
অস্কার বাংলাদেশ কমিটির সদস্যরা ছিলেন- সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন।
লীসা গাজীর নির্মিত ছবিটি প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ এবং গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। কমিটির আশা, ‘বাড়ির নাম শাহানা’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপন করবে।
অস্কারে বাংলাদেশি সিনেমার এই অংশগ্রহণকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন এবং মনে করছেন এটি ভবিষ্যতে দেশীয় চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
Leave a comment