চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর গ্যারেজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারীর নাম সালমা আক্তার (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। রোববার সকালে সেই বিরোধ চরমে পৌঁছায়। একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যেই স্বামী জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সালমা আক্তারের ওপর হামলা চালান। একাধিকবার ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে সালমা আক্তারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ।”
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত নিহতের স্বামী জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
Leave a comment