পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘন কুয়াশার কারণে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে পাঞ্জাবের সরগোধা জেলার কোট মোমিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই একটি ট্রাক ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তারা সবাই একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। স্থানীয়রা জানান, যাত্রীরা একই এলাকার বাসিন্দা ছিলেন এবং নিহত ও আহতদের বেশিরভাগই একই পরিবারের সদস্য।
প্রশাসনের বরাতে জানা গেছে, ট্রাকটি কোট মোমিন এলাকার ঘালাপুর বাংলা খালের পাশ দিয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে চালক রাস্তা ঠিকমতো দেখতে পাননি। দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
খবর পেয়ে উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের ট্রাকের ভেতর থেকে বের করে নিকটবর্তী টিএইচকিউ (তেহসিল হেডকোয়ার্টার্স) হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ জনে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। প্রয়োজন অনুযায়ী তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি শীত মৌসুমে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সূত্র: জিও নিউজ
Leave a comment