রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার জিনাতসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যার ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
এদিকে ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, ডিবির অভিযানে গ্রেপ্তার ৪ জনের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শুটার জিনাত ছাড়াও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল রয়েছে। সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মুছাব্বিরের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে
Leave a comment