বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচের প্রস্তুতির সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে পড়েছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। অনুশীলনের সময় মাথায় আঘাত পেলে তাকে হাসপাতালে নিতে হয়। যদিও প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার চোট গুরুতর নয় এবং শঙ্কার কোনো কারণ নেই।
রোববার (২৮ ডিসেম্বর) বিপিএলে ম্যাচ না থাকায় চট্টগ্রাম রয়্যালসের খেলোয়াড়রা সিলেটের আউটার মাঠে অনুশীলনে অংশ নেন। সেখানেই অনুশীলনের এক পর্যায়ে বাঁ-হাতি এই পেসার সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে দলের মেডিকেল স্টাফ ও ম্যানেজমেন্ট শরিফুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর শরিফুলের প্রয়োজনীয় স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল স্বস্তিদায়ক হওয়ায় অল্প সময়ের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি দলের সঙ্গে হোটেলে রয়েছেন এবং বিশ্রামে আছেন।
চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সবকিছু ঠিক আছে। স্ক্যান রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। শরিফুল এখন ভালো আছে এবং দলের সঙ্গেই রয়েছে।”
বিপিএলের মতো ব্যস্ত সূচির টুর্নামেন্টে খেলোয়াড়দের ইনজুরি সবসময়ই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শরিফুলের মতো নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন পেসারের ক্ষেত্রে সামান্য আঘাতও গুরুত্বের সঙ্গে দেখা হয়। তবে প্রাথমিকভাবে গুরুতর কিছু না পাওয়ায় চট্টগ্রাম রয়্যালস শিবিরে স্বস্তি ফিরেছে।
Leave a comment