বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ফাইল অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে বাংলাদেশের একজন বৈধ ভোটার হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হলো।
রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভায় বিষয়টি উত্থাপন করা হলে কমিশনের সদস্যরা সংশ্লিষ্ট ফাইলে স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশনের অনুমোদনের মধ্য দিয়ে তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন। নিবন্ধন শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে পরদিন কমিশন সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
কমিশনের রোববারের সিদ্ধান্তের ফলে তারেক রহমান ও জাইমা রহমান—উভয়েরই ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কার্যকর হলো।
নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রচলিত আইন ও বিধি অনুসরণ করেই এই অনুমোদন দেওয়া হয়েছে এবং এতে কোনো ব্যতিক্রমী প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
Leave a comment