মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন।
এ হামলায় ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম (৪০) এবং একই ওয়ার্ড যুবদলের সদস্য ওমর ফারুক (৩৫) গুলিবিদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাস টার্মিনালের পাশেই হঠাৎ করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ দুইজন মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।
হামলায় আহত সাইফুল ইসলাম লারপাড়া এলাকার বাসিন্দা এবং যুবদলের স্থানীয় পর্যায়ের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। অপর আহত ওমর ফারুক একই এলাকার বাসিন্দা ও যুবদলের সদস্য। উভয়ের শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুলি লাগায় তাদের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, “এটি পরিকল্পিত হামলা হতে পারে। আমরা ইতোমধ্যে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছি। কারা জড়িত, কেন হামলাটি চালানো হয়েছে—এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। শীঘ্রই দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, হামলার পর পুলিশ আশপাশে তল্লাশি চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
Leave a comment