নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বালতির পানিতে ডুবে মৃত্যু হয়েছে নাদিয়া নামে ১১ মাস বয়সী এক শিশুর ।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু নাদিয়া নবাব মিয়া ও শুভা আক্তার দম্পতির মেয়ে।
জানা যায়, ঘটনার সময় নাদিয়ার মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় খেলতে খেলতে ঘরে রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায় শিশু নাদিয়া। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a comment