Home জাতীয় অপরাধ বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ দুইজন গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ দুইজন গ্রেফতার

Share
Share

বগুড়ায় নকল ব্যান্ডরোল তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে র‌্যাব-১২। এসময় বিশাল পরিমাণ নকল ব্যান্ডরোল, মোড়ক ও সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে শহরের পালশা চৌকির পাড় এলাকায় অবস্থিত রুহান প্রিন্টিং প্রেসে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বগুড়া সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকার আবুল আবু বক্কর সিদ্দিকের ছেলে মাহমুদুল হাসান ওরফে মিলন (৪২) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রনজু (৪২)। তারা দীর্ঘদিন ধরে বিড়ি-সিগারেটের নকল ব্যান্ডরোল ও প্যাকেট তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত বলে র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানান র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। তিনি বলেন, “রুহান প্রিন্টিং প্রেসে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও বিড়ির নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার এবং
লেবেল তৈরি করা হচ্ছিল। এসব নকল পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।”

অভিযানে ১৮ লাখ ৩৮ হাজার সিগারেটের নকল ব্যান্ডরোল এবং ১০ লাখ ৪৯ হাজার বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়—যার বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। এছাড়া আরও উদ্ধার করা হয়—নকল আকিজ, আবুল, গ্রামীণ ও সোনালী বিড়ির মোড়ক ,বিভিন্ন ব্র্যান্ডের ফিল্টার, ১ হাজার ৪০০ স্টিলের লেবেল প্লেট, আকিজ বিড়ির নিরাপত্তা লোগোযুক্ত ১ হাজার ৫০০ কালো গামটেপ, দুটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৬৪০ টাকা।

স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ আরও বলেন, “এ ধরনের চক্র দেশের রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের হুমকি। আমরা তদন্ত চালিয়ে অন্যান্য সহযোগীদের শনাক্তে কাজ করছি।”

অভিযানের পর গ্রেফতার দুইজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর ফাঁকি, জালিয়াতি ও প্রতারণা আইনে মামলা প্রক্রিয়াধীন।

র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত পণ্যগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা হবে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে “নজিরবিহীন পরিণতির” মুখোমুখি হতে হবে- নেতানিয়াহু

ইসরায়েলের ওপর সম্ভাব্য যেকোনো হামলার ক্ষেত্রে ইরানকে “নজিরবিহীন পরিণতির” মুখোমুখি হতে হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি...

দাঙ্গাবাজদের’ আত্মসমর্পণে তিন দিনের আল্টিমেটাম ইরানের

সরকারবিরোধী সহিংস বিক্ষোভে জড়িত নাগরিকদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময়সীমা নির্ধারণ করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে শাস্তির ক্ষেত্রে...

Related Articles

স্ত্রী ও শিশুসন্তানকে হারানোর পর ছাত্রলীগ নেতা সাদ্দামের ছয় মাসের জামিন

স্ত্রী ও নয় মাস বয়সী শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষাপটে বাগেরহাট সদর উপজেলা...

‘নৌকা থাকলে গণতন্ত্রের পরিবেশ থাকত’ — মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও...

কলাপাড়ায় দেশি মদসহ আটক ৪

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ এবং...

“জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস”— তারেক রহমান

“জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস”— তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,...