গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় লোকালয়ে ঢুকে একটি শিয়ালের আকস্মিক হামলায় নারী-পুরুষ ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উদাখালী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে একটি শিয়াল সরকারপাড়া গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে ঘরবাড়ি, উঠান ও আশপাশের এলাকায় তাণ্ডব চালাতে থাকে। শিয়ালটি দ্রুত কয়েকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো দাঁতে কামড়ে তাদের জখম করে।
আহতদের মধ্যে রয়েছেন—ওমর ফারুক (৪৫),আব্দুর রশিদ (৫০),সাহিদা বেগম (৪৩),মুক্তা খাতুন (২২), মামুনী খাতুন (২২),ফেন্সি বেগম (৫৫), আলেয়া বেগম (৬০), টুকটুকি খাতুনসহ (৮) নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন।
শিয়ালের হামলায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেন। স্থানীয়দের মতে, শিয়ালটি অত্যন্ত বেপরোয়া আচরণ করছিল। ধারণা করা হচ্ছে, প্রাণীটি হয়তো অসুস্থ ছিল বা খাদ্যের অভাবে লোকালয়ে প্রবেশ করেছিল।
আহতদের তাৎক্ষণিকভাবে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আরিফুজ্জামান জানান,“শিয়ালের কামড়ে আহত প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে কমপ্লেক্সে বর্তমানে রেবিস প্রতিরোধক ভ্যাকসিন নেই। তাই আমরা সবাইকে দ্রুত সদর হাসপাতাল বা নিকটস্থ কোনো কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পরামর্শ দিয়েছি।” তিনি আরও বলেন, শিয়ালের কামড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময়মতো ভ্যাকসিন না নিলে মারাত্মক জটিলতার আশঙ্কা থাকে।
Leave a comment