কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থবহ বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার (২৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বিনয়, নম্রতা এবং সাধারণ মানুষের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
পোস্টের শুরুতে তিনি সূরা লুকমানের ১৮ নম্বর আয়াতের অনুবাদ তুলে ধরেন— “তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”
এর পরের অংশে হাসনাত আবদুল্লাহ সাধারণ মানুষের প্রতি তার রাজনৈতিক অবস্থান ও অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি কৃষক, ভবঘুরে, শিক্ষিত-বেকার, আধাবেকার, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, রাজমিস্ত্রি
এবং প্রতিদিনের জীবনের সংগ্রামী মানুষের কথা উল্লেখ করে বলেন— যারা নিজেদের ভোট দিয়ে নেতা তৈরি করেন, অথচ নেতাদের কাছে অনেক সময়ই উপেক্ষিত থাকেন, এবার তাদের নিয়েই হবে তার ‘ব্যালট বিপ্লব’। তিনি লিখেছেন, “এবার তাদের নিয়েই হবে আমার ব্যালট বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ দিক।”
Leave a comment