পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোন—আলেমা, ডা. উজমা এবং নওরীন—কে রাওয়ালপিন্ডি পুলিশ হেফাজতে নিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। তাদের পরে চকরিতে স্থানান্তর করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ইমরান খান ও তার পরিবারের সদস্যদের নির্ধারিত সাক্ষাতের অনুমতি না দেওয়ায় আদিয়ালা কারাগারের বাইরে ফ্যাক্টরি চেকপয়েন্টের কাছে সকাল থেকে পিটিআই কর্মী ও ইমরানের বোনরা প্রায় ১০ ঘণ্টা অবস্থান ধর্মঘট করছিলেন। এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করলেও আলেমা সাক্ষাতের সময় নির্ধারণ ছাড়া অবস্থান ভাঙতে অস্বীকৃতি জানান।
রাত গভীর হলে প্রথমে পুরুষ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এরপর নারী পুলিশ ইউনিট এসে ইমরানের তিন বোনকে হেফাজতে নেয় এবং একটি পুলিশ ভ্যানে করে চকরির দিকে নিয়ে যায়। তাদের আটক করার পরই অবস্থান কর্মসূচির অবসান হয় এবং অন্য কর্মীরাও শান্তিপূর্ণভাবে সরে যান।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বিবৃতিতে পিটিআই দাবি করেছে, ইমরান খানের বোনেরা শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, কিন্তু পুলিশ তাদের ‘সহিংসভাবে’ আটক করেছে। ঘটনাটি পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Leave a comment