Home আন্তর্জাতিক ওমরাহ শেষে তিন প্রজন্মের ১৮ জনই নিহত: শোকে স্তব্ধ তেলেঙ্গানার মানুষ
আন্তর্জাতিকদুর্ঘটনা

ওমরাহ শেষে তিন প্রজন্মের ১৮ জনই নিহত: শোকে স্তব্ধ তেলেঙ্গানার মানুষ

Share
Share

সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওমরাহ যাত্রা শেষে ফেরার পথে নিহত হয়েছেন ৪২ জন ভারতীয় নাগরিক। তাদের মধ্যে রয়েছে একই পরিবারের তিন প্রজন্মের ১৮ জন (৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯ শিশু)। পুরো একান্নবর্তী পরিবারটি ধ্বংস হয়ে যাওয়ায় শোকে স্তব্ধ ভারতের তেলেঙ্গানা রাজ্যের মানুষ। এনডিটিভি

নিহতদের এক আত্মীয় মোহাম্মদ আসিফ জানান, তার ভাবি, দুলাভাই, তাদের এক ছেলে ও তিন মেয়ে—এবং সবার সন্তানরা মিলে মোট ১৮ জন ওমরাহ পালনে সৌদি আরব গিয়েছিলেন। আট দিন আগে তারা রওনা হয়েছিলেন। ওমরাহ সম্পন্ন করে মক্কা থেকে মদিনায় ফেরার পথে গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।

আসিফ বলেন, “রাত প্রায় ১টা ৩০ মিনিটে বাসটি ডিজেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তেই আগুন ধরে যায় এবং বাসটি পুড়ে ছাই হয়ে যায়। শনিবারই তাদের দেশে ফেরার কথা ছিল।

তিনি আরও জানান, দুর্ঘটনার আগে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাদের। কিন্তু এক পরিবারে তিন প্রজন্মের ১৮ জনকে হারিয়ে তারা অসহায় ও স্তব্দ। নিহতদের মধ্যে ছিলেন—নাসিরুদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮) ও শাবানা (৪০) এবং তাদের সন্তানরা।

দুর্ঘটনাটি ঘটে রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায়। মদিনা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিচয় শনাক্ত, প্রত্যেক পরিবারের খোঁজ-খবর নেওয়া এবং প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পাঠাতে প্রস্তুত রাজ্য সরকার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লোহাগড়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম

নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজিত পোদ্দার নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ীকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মনির নামের এক...

লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৪ বাংলাদেশি নিহত 

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে ইউরোপগামী অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে চারজন বাংলাদেশিসহ অন্তত কয়েকজনের মৃত্যু হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট শনিবার সন্ধ্যায় এই প্রাণহানির বিষয়টি...

Related Articles

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: নিহত ১৮, নিখোঁজ বহু

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে টানা প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১৮...

আখাউড়ায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দু’জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই...

যশোরে আহত মাকে দেখতে এসে ছেলের মৃত্যু

যশোরে এক সড়ক দুর্ঘটনায় আহত মাকে দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের গভীর উদ্বেগ ও প্রতিক্রিয়া

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিতে...