ফেনীর সোনাগাজী উপজেলায় মনোরঞ্জন রায় নামে এক অটোরিকশা চালককে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে ।
রোববার (১৬ নভেম্বর) রাতে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের সওদাগরহাট ব্রিজের পাশ মরদেহটি উদ্ধার করে পুলিশ। মনোরঞ্জন দাস উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের রাখাল ডাক্তার বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ওদাগরহাট ব্রিজ সংলগ্ন খালের পাড়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সোনাগাজী থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a comment