যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক ব্যক্তি নিজের পোষা কুকুরের কারণে দুর্ঘটনাবশত শটগানের গুলিতে আহত হয়েছেন। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
নিউ ইয়র্ক টাইমস জানায়, ব্যক্তি তার শটগান পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে তিনি বন্দুকটি বিছানায় রেখে বিরতি নেন। ঠিক তখনই তার পোষা কুকুরটি আদর নিতে বিছানায় লাফিয়ে উঠে—কুকুরটির সেই আকস্মিক লাফেই শটগান থেকে গুলি ছুটে গিয়ে মালিকের পিঠের নিচের অংশে লাগে।
ডেইলি মেইল জানায়, রাত ১১টা ১৩ মিনিটে আহত ব্যক্তির ছেলে ৯১১-এ ফোন করে গুলিবিদ্ধ হওয়ার খবর দেয়। পরে পুলিশ গিয়ে দেখে কুকুরের লাফের সময়ই শটগান সক্রিয় হয়ে গুলি ছুটেছিল। ট্রিগারে কুকুরের থাবা আটকে গিয়েছিল কি না কিংবা সেফটি লক বন্ধ ছিল কি না—তা এখনো নিশ্চিত নয়।শটগানের ভেতর একটি খালি শেল পাওয়া গেছে, গুলির সময় ব্যক্তি ও তার ছেলে আলাদা কক্ষে ছিলেন বাড়িতে আরও দুইটি কুকুর ছিল। ঘটনাটি প্রাথমিকভাবে নিছক দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ।
আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আঘাত পাওয়ায় প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে; আরেকটি সার্জারিরি প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Leave a comment