Home আঞ্চলিক মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির সামনে একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (৮ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, রাতের দিকে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় হঠাৎ আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ও আদাবর স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই একের পর এক বিকট শব্দ শোনা যায়। তাদের ধারণা, গ্যারেজে থাকা গাড়িগুলোর সিলিন্ডার বিস্ফোরণের কারণে শব্দগুলো হচ্ছিল। আগুনে গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত নই। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে কারণ জানা যাবে।”

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যারেজের ভেতরে আটকে থাকা গাড়িগুলো বের করে আনতে চেষ্টা চালান। রাত দেড়টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে তখনও ধোঁয়া বের হতে দেখা যায় এবং মাঝে মাঝে ছোট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্যারেজটিতে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি কয়েকটি মাইক্রোবাস ও পিকআপ ভ্যান রাখা ছিল। আগুন লাগার সময় গ্যারেজে কেউ উপস্থিত ছিলেন না। তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। রাতের অগ্নিকাণ্ডে বেড়িবাঁধ এলাকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এই নির্বাচন আমার শেষ নির্বাচন” — মির্জা ফখরুল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকা প্রকাশের পর থেকেই মনোনয়ন না পাওয়া...

মারা গেছেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং

উত্তর কোরিয়ার দীর্ঘ সময়ের সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং ন্যাম আর নেই। ক্যানসারজনিত জটিলতা ও একাধিক অঙ্গ বিকল হয়ে...

Related Articles

তুরস্কে পারফিউমের গুদামে ভয়াবহ আগুন, নিহত ছয়

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত...

আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রতি কৃতজ্ঞ: শেখ হাসিনা

ভারতের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী...

তারেক রহমানের সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বিএনপির নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন...

দশম গ্রেড দাবিতে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...