রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় দফা দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইএবি ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম লিখিত বক্তব্যে এসব দাবি জানান।
তিনি বলেন, “এই অগ্নিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতিই নয়, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকা।”
এ সময় তিনি ছয়টি দাবি তুলে ধরেন—
১. ক্ষতিগ্রস্ত পণ্যের বিমা দাবি দ্রুত নিষ্পত্তি।
২. বিমাবিহীন পণ্যের ক্ষতিপূরণে সরকারি বিশেষ তহবিল গঠন।
৩. নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজ আধুনিকায়ন ও সম্প্রসারণ।
৪. ওষুধ শিল্পের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম স্থাপন।
৫. নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন।
৬. গুদাম ব্যবস্থাপনাকে অটোমেটেড ও আধুনিক প্রযুক্তিনির্ভর করা।
মোহাম্মদ হাতেম আরও বলেন, আন্তর্জাতিক ক্রেতারা এখন বাংলাদেশের রফতানি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারেন, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
Leave a comment