দেশে এক সপ্তাহে এক কোটিরও বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। রোববার (১৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
ডা. আবু জাফর বলেন, “সারাদেশে এখন পর্যন্ত প্রায় ২৭৫ শিশুর মধ্যে টিকা পরবর্তী মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া—যেমন জ্বর ও ব্যথা—দেখা গেছে। তবে এসব উপসর্গ খুবই স্বল্পস্থায়ী।”
তিনি জানান, চলমান এই মাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১২ অক্টোবর থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়। ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে। পরবর্তী সময়ে নিয়মিত টিকাদান কেন্দ্রে কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে। কর্মসূচিটি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
Leave a comment