ভারতের মুম্বাই পুলিশের হাতে এক বাংলাদেশি ট্রান্সজেন্ডার নারী গ্রেপ্তার হয়েছেন। তিনি নিজেকে ‘গুরু মা’ নামে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় ২০০ জন বাংলাদেশিকে ভারতে পাচার করেছেন।
প্রাথমিক তথ্য ও অভিযোগ:
• অভিযুক্তের প্রকৃত নাম: বাবু আয়ান খান ওরফে জ্যোতি।
• প্রায় ৩০ বছর ধরে ভুয়া কাগজপত্র (জন্মনিবন্ধন, আধার কার্ড, প্যান কার্ড) ব্যবহার করে ভারতে বসবাস।
• মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় তার প্রায় ৩০০ অনুসারী রয়েছে।
• পাচারকৃত মানুষদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করানো হতো।
• কলকাতায় তাদের ভুয়া জন্মসনদ ও স্কুল ছাড়পত্র তৈরি করা হতো।
• মুম্বাইয়ে শিবাজি নগরের বিভিন্ন স্থানে বসবাসের জন্য মাসে ৫-১০ হাজার রুপি ভাড়া দিতে হতো।
গুরু মা’ সরকারি ফ্ল্যাট ও বস্তি দখল করে ভাড়া দিয়ে লাখ লাখ রুপি আয় করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি পাচার হওয়া কিছু মানুষকে জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করতেন।
Leave a comment