রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। বাকি তিনটি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার (জিএস), ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোহা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।
ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবিরের ৩ হাজার ৩৯৭ ভোটের চেয়ে ৯ হাজার ২৯০ ভোট বেশি।
জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার জয়ী হয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোটে জয়লাভ করেছেন।
নির্বাচনের পূর্বদিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৮,৯০১ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ। এর মধ্যে ১৭,৫৯৬ জন পুরুষ এবং ১১,৩০৫ জন নারী ভোটার ছিলেন। ছয়টি নারী হলে ভোটের হার ছিল ৬৩.২৪ শতাংশ।
রাকসুর ২৩ পদের জন্য মোট ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া হল সংসদের ১৫টি পদে ৫৯৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এই নির্বাচনের ফল বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব ও সক্রিয় গণতন্ত্রের প্রতিফলন হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণ ও প্রগতিশীল ছাত্র রাজনীতির প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছেন।
Leave a comment