চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূ। এতে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নয়ারহাট উত্তর হাসা গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অটোচালক রাকিব হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মিতুর। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া লেগে থাকত।
আহত মিতু ও তার পরিবারের সদস্যরা জানান, শাশুড়িকে ঘিরেই বেশিরভাগ সময় ঝগড়ার সূত্রপাত হতো। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাকিব স্ত্রীকে মারধর করেন এবং রাগের মাথায় বলেন, “তুই মরে যা।”
বিকেলে রাকিব বাড়ি ফিরে আসার পর ক্ষোভে মিতু ঘরের ভেতর নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত আগুন নেভিয়ে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, “রোগীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।”
Leave a comment