চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার আলোচিত জুবায়ের উদ্দিন বাবু (২৬) হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ফারুককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১১ অক্টোবর) ভোরে চান্দগাঁও থানার মৌলভীর পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
র্যাব জানায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় ‘স্পোর্টস জোন’ টার্ফ উদ্বোধনকালে সংঘর্ষের ঘটনায় জুবায়ের উদ্দিন বাবু নিহত হন। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা এবং সিটি গেট এলাকার একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ঘটনার সময় স্থানীয় আবির রহমান রুবেল ও তার সহযোগীরা মালিকপক্ষের সঙ্গে পূর্ব-শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে মাঠে হামলা চালায়। এতে জুবায়েরসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জুবায়েরের ভগ্নিপতি বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০–৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন জানান, শনিবার ভোরে চান্দগাঁও থানার মৌলভীর পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a comment