আগামী রোববার (১২ অক্টোবর) থেকে সারাদেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, “দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা গ্রহণ করলে টাইফয়েড জ্বরে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”
ডা. সায়েদুর রহমান জানান, এক মাসব্যাপী এই ক্যাম্পেইনে সারাদেশের সব সরকারি টিকাদান কেন্দ্র, স্কুল এবং নির্ধারিত স্বাস্থ্যসেবাকেন্দ্রে বিনামূল্যে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, টিকা প্রদানের মাধ্যমে দেশে টাইফয়েড সংক্রমণের হার নিয়ন্ত্রণে আসবে এবং শিশু-কিশোরদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
Leave a comment