Home জাতীয় পটুয়াখালীতে  ক্যাম্পে র‌্যাব সদস্যের মৃত্যু
জাতীয়

পটুয়াখালীতে  ক্যাম্পে র‌্যাব সদস্যের মৃত্যু

Share
Share

পটুয়াখালী র‌্যাব-৮ (সিপিসি-১) ক্যাম্পে মনিরুজ্জামান (৩৫) নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সহকর্মীরা জানান, সকালে নিয়মিত দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে বিশ্রামে যান মনিরুজ্জামান। দুপুরে জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা তাকে ডাকতে থাকেন। কোনো সাড়া না পেয়ে তারা দরজা খুলে দেখেন, তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।
পরে দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,“মনিরুজ্জামান অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ সদস্য ছিলেন। সকালে ডিউটি শেষে তিনি ব্যারাকে গিয়ে সহকর্মীকে বলেন—‘জোহরের নামাজের সময় যেন তাকে ডেকে দেওয়া হয়’। পরে নির্ধারিত সময়েও তিনি সাড়া না দিলে সহকর্মীরা গিয়ে দেখেন, তিনি অচেতন হয়ে আছেন।”

স্কোয়াড্রন লিডার রাশেদুল আহসান আরও বলেন,“প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু। তবুও বিস্তারিত জানতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

ঘটনার পরপরই র‌্যাব ক্যাম্প কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে। নিয়ম অনুযায়ী মনিরুজ্জামানের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ও র‌্যাব কর্তৃপক্ষ।

এদিকে সহকর্মীরা জানিয়েছেন, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে পটুয়াখালী র‌্যাব ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। শারীরিকভাবে তেমন কোনো জটিল অসুস্থতায় ভুগছিলেন না বলে জানা গেছে।

র‌্যাব কর্তৃপক্ষ জানায়, দাফন ও জানাজা সম্পন্ন করার জন্য মরদেহ শিগগিরই তার নিজ জেলা খুলনায় পাঠানো হবে। একজন পেশাদার ও দায়িত্ববান র‌্যাব সদস্য হিসেবে মনিরুজ্জামানের মৃত্যু র‌্যাব পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যাত্রীবোঝাই ফেরি ডুবি: নিহত অন্তত ১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবোঝাই ফেরি ডুবে যাওয়ার ঘটনায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়ছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাসিলান প্রদেশের উপকূলীয় এলাকায় ডুবে যাওয়া...

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিধস: নিহত অন্তত ৭

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভারী বৃষ্টিপাতের পর সৃষ্ট ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ...

Related Articles

রমজানের আগে যেসব প্রস্তুতি গ্রহণ করা জরুরি

বছর ঘুরে আবারও আসছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক।...

স্কুলব্যাগে পাথর ভরে ডোবায় ফেলা হয় ছাত্রের লাশ, ৩ জনের মৃত্যুদণ্ড

ফেনীতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা করে স্কুলব্যাগে পাথর ভরে...

পরিকল্পিতভাবে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন...

‘জাহাজ বাড়ি’ মামলায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রাজধানীর কল্যাণপুরের বহুল আলোচিত ‘জাহাজবাড়ি’ অভিযানে ৯ তরুণ নিহত হওয়ার ঘটনায় সাবেক...