ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে নির্মাণাধীন একটি মাদ্রাসা ভবন ধসে পড়ায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৩৮ জন আটকে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বহু শিক্ষার্থী নামাজ পড়ার জন্য ভবনে জড়ো হয়েছিলেন। হঠাৎ ছাদ ধসে পড়ায় অনেকেই চাপা পড়ে যান। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জনকে। এছাড়া প্রায় ৯১ শিক্ষার্থী নিজেদের চেষ্টায় নিরাপদে বের হতে সক্ষম হন। আটকা পড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে উদ্ধারকারী দল।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BNPB)-এর মুখপাত্র আবদুল মুহারি জানান, ভবনটি তখনও নির্মাণাধীন ছিল এবং এর কাঠামো ছিল অত্যন্ত অনিরাপদ। তিনি বলেন, “নির্মাণাধীন দুইতলা ভবনের ওপর আরও দুটি তলা তোলার কাজ চলছিল। অতিরিক্ত ভারে ছাদ ও দেয়াল ধসে পড়ে শিক্ষার্থী ও নির্মাণশ্রমিকরা চাপা পড়েন।”
সরকারি সূত্র বলছে, দুর্বল ভিত্তি এবং নির্মাণ বিধি লঙ্ঘন করেই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধ্বংসস্তূপে আটকে থাকা শিক্ষার্থীদের জীবিত উদ্ধারে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ।
Leave a comment