তামিলনাড়ুর করুরে পদপিষ্টে অন্তত ৩৯ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা ও তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে) দলের নেতা থালাপতি বিজয়। নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে এই মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে মাত্র দুই বছরের এক শিশুও রয়েছে।
বিজয়ের দল টিভিকে এই ঘটনাকে ‘সাধারণ দুর্ঘটনা’ মানতে নারাজ। তাদের দাবি, পদপিষ্টের নেপথ্যে একটি ‘ষড়যন্ত্র’ রয়েছে। দলের আইনজীবীরা মাদ্রাজ হাইকোর্টে একটি আবেদন দাখিল করেছেন, যেখানে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন বা কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়ার দাবি জানানো হয়েছে।
আদালতে তোলা আবেদনে টিভিকের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশ চলাকালে পাথর নিক্ষেপ এবং পরবর্তী সময়ে পুলিশের লাঠিচার্জই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে, যা এই বিপর্যয়ের জন্য দায়ী। তারা জোর দিয়ে বলেন, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
বিজয় এক বিবৃতিতে বলেন, “এটি অপূরণীয় ক্ষতি। আপনাদের পরিবারের একজন হিসেবে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” করুরের এই ঘটনায় তামিলনাড়ু সরকার ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে বিরোধী রাজনৈতিক শিবিরগুলো দাবি করছে, প্রশাসনিক অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতাই এই বিপর্যয়ের মূল কারণ।
Leave a comment