Home জাতীয় ভাষা সৈনিকের ৯৭তম জন্মদিন কাটছে হাসপাতালে 
জাতীয়

ভাষা সৈনিকের ৯৭তম জন্মদিন কাটছে হাসপাতালে 

Share
Share

ভাষা সৈনিক, লেখক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের ৯৭তম জন্মদিন কেটেছে হাসপাতালের আইসিইউ শয্যায়। বৃহস্পতিবার সকালে ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তাঁর জন্মদিন পার হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের বাইরে এমন নিঃসঙ্গ জন্মদিন তাঁর জীবনে প্রথম।

গত বুধবার তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতা, কিডনি জটিলতা, ডায়াবেটিস, হৃদ্‌রোগ, পারকিনসনস্, অ্যালঝেইমারসসহ নানা বয়সজনিত রোগে ভুগছেন তিনি। চিকিৎসক ডা. লেলিন চৌধুরীর ভাষায়, আহমদ রফিক প্রায় সারাক্ষণ তন্দ্রাচ্ছন্ন থাকেন, তবে সাড়া দিতে পারেন।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন আহমদ রফিক। চিকিৎসক হলেও মূলত লেখক ও গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেন। জীবদ্দশায় তিনি শতাধিক বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। ১৯৫৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ। বাংলা একাডেমির ফেলো, এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য এবং রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, অগ্রণী ব্যাংক শিল্পসাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা। ১৯৯৭ সালে কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে।

পরিবারের সদস্যহীন এই লেখক জীবনের শেষ প্রহরে প্রায় দৃষ্টিশক্তিহীন, চলনশক্তিহীন হয়ে পড়েছেন। কয়েক বছর আগে পর্যন্ত তিনি নতুন বই রচনায় সক্রিয় ছিলেন। শেষবারের মতো একটি উপন্যাস লেখাও শেষ করেছিলেন, যদিও সম্পাদনা করে প্রকাশ করতে পারেননি।

২০০৬ সালে স্ত্রীকে হারানোর পর থেকেই একাকী জীবন কাটাচ্ছেন আহমদ রফিক। ব্যক্তিগত সহকারী ও কয়েকজন ঘনিষ্ঠ মানুষ ছাড়া তাঁর পাশে আর কেউ নেই। অথচ একসময় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় তিনি ছিলেন প্রভাবশালী কণ্ঠস্বর। ৯৭তম জন্মদিন তাই হয়ে উঠেছে নিঃসঙ্গতা ও হাসপাতালের শয্যায় কাটানো এক দীর্ঘশ্বাসের দিন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নিহত ৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায়...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণ করবে ভারত : প্রেস সচিব

জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত, বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি...

Related Articles

জামালপুরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাসের ওষুধ ভেবে ভুল করে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করায়...

লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আপাতত লন্ডনে...

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় টানা এক সপ্তাহের বিশেষ অভিযানে প্রায়...

মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (৮...