কক্সবাজারের উখিয়ার গহিন পাহাড়ে একটি পুরুষ বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আনুমানিক ৩৫ বছর বয়সী হাতিটিকে স্থানীয় বাসিন্দারা বুধবার দুপুরে উখিয়ার দোছড়ি রফিকের ঘোনা এলাকায় পড়ে থাকতে দেখেন। এ সময় এর মুখ দিয়ে রক্ত ঝরছিল।
স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনের মাধ্যমে ময়নাতদন্ত করান। আলামত সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। বন বিভাগের দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান জানান, প্রতিবেদনের ফল হাতে আসার পরেই নিশ্চিত হওয়া যাবে হাতির মৃত্যু স্বাভাবিক নাকি দুর্ঘটনাজনিত।
এলাকার মানুষের ধারণা, হাতিটি হয়তো বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে অথবা শিকারিদের আক্রমণের শিকার হয়েছে। তবে বন বিভাগ এখনই কোনো কারণ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্ত শেষে গতকাল রাতেই হাতিটিকে বন বিভাগের তত্ত্বাবধানে মাটিচাপা দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, উখিয়া-টেকনাফের পাহাড়ি এলাকায় বন্য হাতির মৃত্যু ক্রমেই বেড়ে চলেছে। তারা বলছেন, পাহাড়ে মানুষের বসতি ও বৈদ্যুতিক তার ছড়িয়ে পড়ায় বন্যপ্রাণী নিরাপত্তাহীন হয়ে পড়ছে। বন বিভাগ বলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
                                                                         
                                                                        
 
                             
			             
			             
 
			         
 
			         
 
			         
 
			         
				             
				             
				            
Leave a comment