মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন স্থানীয় কৃষক নাঈম মোল্লার দুই ছেলে—হাফিজুল ইসলাম (৮) ও হামজা (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন প্রতিবেশী শিশুর সঙ্গে খেলছিল হামজা। খেলার একপর্যায়ে সে পুকুরে হাত–পা ধুতে গিয়ে পানিতে তলিয়ে যায়। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই হাফিজুল পানিতে নামলে সেও ডুবে যায়। অন্য শিশুরা ঘটনাটি স্বজনদের জানালে তাঁরা পুকুরে তল্লাশি চালান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না মা–বাবা। স্বজনেরা বারবার মূর্ছা যাচ্ছেন। নিহতদের নিকটাত্মীয় শাওন হাওলাদার বলেন, ‘একসঙ্গে দুই সন্তান হারানো কোনোভাবেই সহ্য করা যায় না।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।
Leave a comment