Home স্বাস্থ্য ঢামেকে একসঙ্গে ছয় সন্তানের জন্ম
স্বাস্থ্য

ঢামেকে একসঙ্গে ছয় সন্তানের জন্ম

Share
Share

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার (২৩)। তবে জন্মের কিছুক্ষণ পরই এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢামেকের গাইনি বিভাগে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, মাত্র ২৭ সপ্তাহের মাথায় সন্তান প্রসব হওয়ায় এবং জন্মের সময় ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় নবজাতকদের সবার অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন।

ঢামেকের গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট তাসনুভা শারমিন বলেন, সাধারণভাবে আড়াই কেজি ওজনের শিশু পূর্ণাঙ্গ ধরা হয়। কিন্তু এই ছয় নবজাতকের ওজন ৬০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে। এরা সবাই অপরিপক্ব অবস্থায় জন্ম নিয়েছে, তাই ঝুঁকি অনেক বেশি। নবজাতকদের রাখা হয়েছে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ)। তবে পর্যাপ্ত শয্যা না থাকায় তিন নবজাতককে বাইরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। শয্যা খালি হলে তাঁদের ফের ঢামেকে আনা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মোকসেদার স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। এর আগে তাঁদের একটি সন্তান হয়েছিল, কিন্তু জন্মের তিন দিন পর মারা যায়। মোকসেদার ননদ লিপি বেগম বলেন, গত ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য মোকসেদা তাঁদের সিদ্ধিরগঞ্জের বাসায় আসেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও শনিবার রাতে প্রসববেদনা ওঠে। পরে রোববার ভোরে তাঁকে ঢামেকে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, নবজাতকদের বাঁচিয়ে রাখতে সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। তবে অবস্থা এখনও খুবই আশঙ্কাজনক।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস নতুন উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন। রোববার (২৬ অক্টোবর) তিনি লিখিতভাবে জানিয়েছেন, যদি তিনি কোনো কারণে পদে থাকতে না পারেন,...

এক-এগারো আর বাংলাদেশে আসবে না – মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “এক-এগারো বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে।”...

Related Articles

পাঁচ অভ্যাসে লাল মাংস না খেলেও বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি

লাল মাংস বা চর্বিজাতীয় খাবার না খেলেও কিছু দৈনন্দিন অভ্যাসের কারণে বাড়তে...

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ইফফাত নুর তানভীর নামের ২৮ বছর...

ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে স্ক্যাবিস

দেশজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে মারাত্মক ছোঁয়াচে রোগ স্ক্যাবিস বা খোসপাঁচড়া। প্রায়...

বিয়েতে বয়সের ব্যবধান বেশি হলে বাড়ে যেসব স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

এ অঞ্চলের সামাজিক বাস্তবতায় বিয়েতে বয়সের ব্যবধান বহু বছর ধরেই একটি আলোচিত...