ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেতারা রায়েরবাজার কবরস্থানে একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে প্যানেল নেতারা বলেন, শহীদদের আদর্শ ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই তাদের কার্যক্রম শুরু করছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২৪ জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্নের মতো একটি বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই তাদের লক্ষ্য।
নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছেন, তাদের ইশতেহার মূল্যায়ন করেই আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।”
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফারহাদ বলেন, “আমরা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে কাজ করতে চাই। তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”
তিনি আরও অভিযোগ করেন, “হিজাব ইস্যুতে ভারতীয় কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিরক্ষার্থে রায়েরবাজার বধ্যভূমি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। একই সঙ্গে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীরা সাম্প্রতিক প্রজন্মের গণতান্ত্রিক দাবির প্রতীক হয়ে উঠেছে। নতুন ডাকসু নেতৃত্বের এই শ্রদ্ধা নিবেদনকে প্রতীকীভাবে তাদের রাজনৈতিক অঙ্গীকারের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
Leave a comment