খাগড়াছড়ি জেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি সদরের চেঙ্গী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, সন্ধ্যার দিকে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এখন পর্যন্ত নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তারা পাহাড়ি সম্প্রদায়ের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতদের পরিবারের কোনো সদস্যকে হাসপাতালে পাওয়া যায়নি। তাদের নাম-পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
খাগড়াছড়ি জেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনা নতুন নয়। পাহাড়ি আঁকাবাঁকা সড়ক, অতিরিক্ত গতি এবং অসচেতনতা প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ডেকে আনে। স্থানীয়রা মনে করছেন, ট্রাফিক আইন কঠোরভাবে না মানলে এবং সড়ক অবকাঠামো উন্নত না করলে এ ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব নয়।
Leave a comment