ঘুষ নয়, তদবিরও নয়—মাত্র ১২০ টাকার ব্যাংক ড্রাফটেই চাকরি পেলেন লক্ষ্মীপুরের ২৪ তরুণ-তরুণী। স্বচ্ছ ও ঘুষমুক্ত প্রক্রিয়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাওয়ায় প্রার্থীরা যেমন আবেগাপ্লুত, তেমনি তাদের পরিবার ও সাধারণ মানুষও বিস্মিত।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ঘোষণার সময় জেলা পুলিশ লাইনস মাঠে আবেগঘন পরিবেশ তৈরি হয়। অনেকেই খুশির কান্নায় ভেঙে পড়েন।
নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার পরিবার থেকে আসা প্রার্থীরা। মাসব্যাপী শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে ২৪ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন। তাদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছেন। নির্বাচিতদের মধ্যে রিকশা ও ভ্যানচালকের সন্তানরাও আছেন।
ফলাফল ঘোষণার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। তিনি উত্তীর্ণ প্রার্থীদের অভিভাবকদেরও আমন্ত্রণ জানান। নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন,“এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ বা তদবিরের সুযোগ ছিল না। সৎ, সাহসী এবং যোগ্য তরুণদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দায়িত্বশীলতা, কর্তব্যবোধ ও নৈতিকতা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।”
স্বচ্ছ এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে জেলায় ব্যাপক সাড়া পড়েছে। অভিভাবকরা বলছেন, এই উদ্যোগ দুর্নীতিমুক্ত প্রশাসনের উদাহরণ হয়ে থাকবে। অন্যদিকে সাধারণ মানুষ মনে করছেন, এ ধরনের স্বচ্ছ নিয়োগ ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
Leave a comment