হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ১৩০ কোটি টাকার কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার (২৫ আগস্ট) রাত আড়াইটার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের ফ্লাইট (QR638) থেকে নামার পর এই অভিযান চালানো হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। এ সময় যাত্রী ‘কারেন পেটুলা স্টাফেলকে’ শনাক্ত করে তার লাগেজ তল্লাশি করা হয়। স্ক্যান করার পর তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেট উদ্ধার করা হয়, যেগুলোতে মোট ৮ দশমিক ৬৬ কেজি কোকেন ছিল।
কাস্টমস কর্মকর্তারা জানান, গায়ানার নাগরিক ওই যাত্রীর পাসপোর্ট নম্বর R1165532 এবং বোর্ডিং পাস নম্বর 7IBAHK। অভিযানের সময় বিমানবন্দর থানা পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কর্মকর্তারা বলছেন, তাদের তৎপরতায় বিদেশ থেকে দেশে বিপুল পরিমাণ কোকেন প্রবেশের চেষ্টা ব্যর্থ হলো।
Leave a comment