Home জাতীয় ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা
জাতীয়রাজনীতি

ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা

Share
Share

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার পূর্ণ প্যানেল ঘোষণা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল নিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে তিনি ফরম নেন। আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে পূর্ণ প্যানেল ঘোষণা করার কথা জানিয়েছেন উমামা।

প্রাথমিকভাবে জানা গেছে, উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেলে—
• ভিপি পদে: উমামা ফাতেমা (সাবেক মুখপাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)
• জিএস পদে: আল সাদী ভূইয়া (সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
• এজিএস পদে: মহিউদ্দিন মুজাহিদ মাহী (বর্তমান সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
এছাড়াও প্যানেলের অন্য পদগুলোতেও শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নেতৃত্বকে স্থান দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উমামা ফাতেমা বলেন, “আমরা যোগ্যতা ও প্রতিনিধিত্বের ভিত্তিতে প্যানেল গঠন করছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু গঠন করা। যেখানে সমান সুযোগ, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক চর্চা নিশ্চিত হবে। তিনি আরও জানান, দলীয় প্রভাবের বাইরে গিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই তাদের প্যানেলের মূল লক্ষ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে মনে করছেন, স্বতন্ত্র প্যানেলের এই উদ্যোগ ডাকসু নির্বাচনে ভিন্নমাত্রা যোগ করবে। বিশেষ করে উমামা ফাতেমার প্রার্থিতা নারী নেতৃত্বকে নতুনভাবে সামনে নিয়ে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে বিকল্প নেতৃত্বের আশা জাগাবে।

বিশ্লেষকদের মতে, সাংবাদিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃত্বকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্যানেলটি ইতোমধ্যেই শিক্ষার্থী মহলে আলোচনার জন্ম দিয়েছে।

আগামী ১৯ আগস্ট উমামা ফাতেমা ও তার সহযোগীরা আনুষ্ঠানিকভাবে পূর্ণ প্যানেলের নাম ঘোষণা করবেন। এরপর মনোনয়ন যাচাই-বাছাই ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যাবে। ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনে শিক্ষার্থীদের প্রত্যাশা, স্বতন্ত্র প্রার্থী ও প্যানেলের উপস্থিতি নির্বাচনে আরও প্রতিযোগিতা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জিসানের ব্যাটিং ও রাকিবুলের বোলিংয়ে নেপালকে হারাল বাংলাদেশ ‘এ’

ডারউইনে টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান শাহিনসের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও আজ শনিবার নিজেদের দ্বিতীয়...

নতুন সংবিধানের দাবি এড়িয়ে যাওয়ার অভিযোগ ড. ইউনুসের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে ‘সংস্কারকৃত সংবিধান’ শব্দ ব্যবহার করে নতুন সংবিধান প্রণয়নের দাবিকে পাশ কাটিয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয়...

Related Articles

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের...

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, নেপথ্যে সমকামিতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে এক তরুণ নিহত...

হত্যা ও নির্বাচন মামলায় আনিসুল ও হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ

জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন...