Home জাতীয় সিলেটে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
জাতীয়

সিলেটে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

Share
Share

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত ফেরত ২২ বাংলাদেশি দেশে প্রবেশ করেছেন শুক্রবার বিকেলে। তাঁরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন এবং পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পুলিশের হাতে আটক হন। আটক হওয়ার পর তাঁরা ভারতের মেঘালয় রাজ্যের তুরা কারাগারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে তামাবিল বন্দরে বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে তাঁদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। তাঁরা সিলেট, নেত্রকোনা, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, যশোর ও জামালপুর জেলার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশি কর্তৃপক্ষ তাঁদের পরিচয় নিশ্চিত করার পর ভারতীয় ইমিগ্রেশন বিভাগ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁদের দেশে পাঠায়। এরপর তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাঁদেরকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করে।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম মিয়া জানান, ফেরত আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষাসহ সব ধরনের নিরাপত্তা যাচাইয়ের পর হস্তান্তরের কাজ সম্পন্ন হয়।

বিজিবির একজন কর্মকর্তা বলেন, দুই দেশের সীমান্ত বাহিনীর সমন্বয়ে নিয়মিত যোগাযোগ থাকায় এ ধরনের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ করা সম্ভব হচ্ছে।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে যাতে ভবিষ্যতে সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধ করা যায়।

প্রসঙ্গত, সীমান্তবর্তী অঞ্চলে অভাব, কাজের সন্ধান, অথবা পারিবারিক কারণে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশের ঘটনা প্রায়শ ঘটছে। তবে তা দুই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতায় পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে...

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৪

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত...

Related Articles

বাগেরহাটে বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসচাপায় মো. সামিরুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু...

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে রোববার (৯ নভেম্বর) সকালে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায়...

নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, একদিন পর মিলল বৃদ্ধের মরদেহ

ফেনীর সোনাগাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে মারা গেছেন আবদুর শুক্কুর...

শেরপুরে ১ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১ হাজার টাকার ২১টি জাল নোটসহ মেহেদী হাসান নামে...