জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত ‘শিক্ষার্থী–শ্রমিক–জনতার দ্রোহযাত্রা’তে সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্বৈরতান্ত্রিক ছায়া প্রতিফলিত হচ্ছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারও জনগণের ওপর নিপীড়ন ও বৈষম্যমূলক ব্যবস্থা বজায় রেখেছে, যা পরিবর্তনের প্রত্যাশার পরিপন্থী।
আনু মুহাম্মদ অভিযোগ করেন, মব সন্ত্রাস, চাঁদাবাজি ও পাইকারি মামলা চালু রয়েছে এবং সরকার তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনীয় চুক্তি, বোয়িং বিমান কেনা ও ভারতের সঙ্গে ক্ষতিকর চুক্তি বাতিল না করার সমালোচনা করে তিনি এসবকে ‘গণ–অভ্যুত্থানের প্রত্যাশার বিপরীত যাত্রা’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ–অভ্যুত্থানকে জনগণের মালিকানায় ফিরিয়ে আনতে হবে, যাতে কোনো রাজনৈতিক শক্তি তা অপব্যবহার করতে না পারে। পাশাপাশি শ্রেণি, ধর্ম, জাতি ও লিঙ্গবৈষম্য দূর করে গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধের আহ্বান জানান।
কর্মসূচিতে শিক্ষক, শ্রমিক, নারী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। জুলাই অভ্যুত্থানে নিহত মিরাজ হোসেনের বাবা মো. আবদুর রব এবং ‘আয়নাঘর’ থেকে মুক্ত মাইকেল চাকমাও বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে মিছিলটি টিএসসি, নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
Leave a comment