Home জাতীয় অপরাধ রাজশাহীতে ৭ ভাই-ভাতিজা মিলে পিটিয়ে হত্যা করেছে ব্যবসায়ীকে
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

রাজশাহীতে ৭ ভাই-ভাতিজা মিলে পিটিয়ে হত্যা করেছে ব্যবসায়ীকে

Share
Share

রাজশাহীর গোদাগাড়ীতে সাত ভাই-ভাতিজা মিলে লোহার হাতুড়ি দিয়ে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলামকে হত্যা করেছে । চাঞ্চল্যকর এ হত্যা মামলায় র‌্যাব প্রধান আসামিসহ গ্রেফতার করেছে ৭ জনকে।

দিনাজপুরের নবাবগঞ্জের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন— মৃত আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫০) ও সাদ্দাম হোসেন (৩৭), আশরাফুল ইসলামের ছেলে আকবর আলী (২৮) ও বাবর আলী (১৯), মফিজুল ইসলামের ছেলে মো. হানিফ (২৯) ও রমজান আলী (২০)। জেলার গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর শিয়ালমারা ও নারায়নপুর এলাকায় তাদের বাসা।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বুধবার (৯ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, রোববার (৬ জুলাই) বিকেলে মনিরুল কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে তিনি গোদাগাড়ীর আইহাই গ্রামস্থ সাগরা মোড়ে পৌঁছালে গ্রেফতারকৃত ৭ আসামিসহ অজ্ঞাত আরো ৫-৬ জন পূর্বপরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে হাতে হাতুড়ি, বাঁশের লাঠি, লোহার রডসহ মনিরুলকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় মনিরুল গালিগালাজ করতে নিষেধ করলে বাঁশের লাঠি, হাতুড়ি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তারা মাথায়, হাতে ও পিঠে, বুকের ওপরেসহ ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। এতে রক্তাক্ত জখম হন মনিরুল। পরে স্থানীয়রা তাকে বাঁচাতে গেলে তাদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান ।

র‌্যাব আরো জানায়, পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মনিরুলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি ।

নারকীয় এ হত্যাকাণ্ডের ঘটনায় গোদাগাড়ী থানায় বাদী হয়ে একটি মামলা করেন নিহতের স্ত্রী। আসামিদের গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামিরা সুকৌশলে নিজেদের দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখার চেষ্টা করে।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বলেন, আসামিদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে হত্যা মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই দিনাজপুরে আমাদের অভিযান পরিচালিত হয়। সেখান থেকে প্রধান আসামিসহ এজহারভুক্ত সাতজনকে গ্রেফতার করেছি আমরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের উত্তর প্রদেশে তীর্থযাত্রীবাহী ট্রলিতে ট্রাকের ধাক্কা, নিহত ৮

ভারতের উত্তর প্রদেশে তীর্থযাত্রীবাহী ট্রাক্টর-ট্রলিকে একটি ট্রাক ধাক্কা দিলে অন্তত ৮ জন নিহত হন। আহত হয়েছেন আরও ৪৩ জন। নিহতদের মধ্যে দুই শিশু...

ঘূর্ণিঝড় কাজিকি: ভিয়েতনামে অর্ধকোটি মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ

ভয়াবহ শক্তি নিয়ে ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কাজিকি’। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে সরকার ৫ লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার...

Related Articles

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পুলিশের অভিযান, লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে...

শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ‘শাটডাউন’

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের...

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ব্রেক ফেল করে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল ব্যবসায়ী নিহত...

নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে...