২০২৪-২০২৫ অর্থবছরের শেষ মাস জুনে ২৮২ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩৪ হাজার ৬৯৮ কোটি টাকা। জুনে গড়ে প্রতিদিন ৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে । এর আগের অর্থবছরের জুন মাসে দেশে এসেছিল ২৫৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসেবে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২৮ কোটি ডলার বা ১১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে বুধবার (২ জুলাই) এ তথ্য জানা গেছে। এদিকে, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৩-২০২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ বিলিয়ন মার্কিন ডলারের কিছু বেশি। এর আগে গত ২০২০-২০২১ অর্থবছরে করোনা মহামারির সময় রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্থ পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সরকার। ফলে, হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। এতে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এছাড়া, জুন মাসের শুরুতে ছিল ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে পরিবার-পরিজনের কাছে বেশি বেশি অর্থ পাঠান প্রবাসী বাংলাদেশিরা। ফলে, রেমিট্যান্স আহরণ রেকর্ড গড়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার এবং ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে মে মাসে।
Leave a comment