ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইরান কারো আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না। কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এ প্রতিক্রিয়া জানান ।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমরা কারো ওপর আঘাত করিনি। কেউ যদি আমাদের ওপর আগ্রাসন চালায়, কোনো পরিস্থিতিতেই তা মেনে নেবো না।
সোমবার (২৩ জুন) বিকেলে, কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরান ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধস্বরূপ কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার পরপরই তীব্র নিন্দা জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
তবে, এক বিবৃতিতে হামলার বিষয়ে ইরান জানিয়েছে, কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়।
সূত্র: বিবিসি
Leave a comment