ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান ছয়জনকে আটক করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের বিভিন্ন শহর থেকে আটক করা হয়েছে তাদের । কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) জ্যেষ্ঠ কর্মকর্তা আলি আকবর করিমপুর জানান, আটককৃতদের মধ্যে কেউ হামেদান শহর থেকে, কেউ রাজান ও কেউ নাহাভান্দ শহর থেকে গ্রেপ্তার হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ—তারা মোসাদের হয়ে ইরানের শাসনব্যবস্থা ও নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
তিনি আরও বলেন, “এই ব্যক্তিরা ইন্টারনেট ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এমন কার্যকলাপ চালাচ্ছিল, যার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গ করা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাবমূর্তি নষ্ট করা।”
তদন্তকারী সংস্থাগুলো দাবি করে বলেছে, ইরানের ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে সাইবার কার্যক্রম পরিচালনা করছিল এই চক্রটি, দেশীয় তথ্য পাচার, গুজব ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী মনোভাব উসকে দেওয়ার কাজ করত চক্রটি।
প্রসঙ্গত, ইরান-ইসরায়েল উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি চলতি মাসের ১৩ তারিখ থেকে চরমে পৌঁছায়। এই সময়ের মধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে ইরান, যাদের মধ্যে অনেকের বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহ, গুপ্তচরবৃত্তি এবং সাইবার সন্ত্রাসবাদের অভিযোগ।
Leave a comment