কাতার ‘মার্কিন আল উদেইদ’ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, যা জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী বৈধ প্রতিক্রিয়া অনুসরণ করে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই । খবর আলজাজিরা।
সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে আজ মঙ্গলবার (২৪ জুন) তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লিখেছেন, এই হামলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উসকানিমূলক আগ্রাসনের জবাব, যা ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল।
তিনি জানান, গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল — যার জবাবেই এই পাল্টা আঘাত করা হয়েছে। বাঘাই আরও বলেন, ইরান তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে মূল্য দেয় এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।
Leave a comment