মঙ্গলবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, তবে এতে কোনো সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার উদ্ধৃতি দিয়ে ম্যানিলা থেকে এ খবর জানায় এএফপি।
ইউএসজিএস জানায়, দাভাও দ্বীপ থেকে প্রায় ৩৭৪ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে অগভীর ভূমিকম্পটি । তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি, ৬.৪ মাত্রার ভূমিকম্পের খবর জানিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা।
তবে বেশিরভাগ ভূমিকম্প এত দুর্বল যে মানুষ তা অনুভব করতে পারে না, কিন্তু শক্তিশালী এবং ধ্বংসাত্মক ভূমিকম্পগুলো হঠাৎ করেই আসে। কখন ও কোথায় আঘাত হানতে পারে তার পূর্বাভাস জানানোর নেই কোনো প্রযুক্তি।
২০২২ সালের জুলাই মাসে দেশের সর্বশেষ বড় ভূমিকম্পটি হয়েছিল। ৭ মাত্রার ওই ভূমিকম্পটি উত্তরাঞ্চলীয় আবরা প্রদেশে ভূমিধস ও ভূমি ফাটল সৃষ্টি করলে এতে কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটে ও আহত হয় ৬০৯ জন।
Leave a comment