
রাজধানীর শেওড়াপাড়ায় ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনায় শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের একটি গলিতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা তিন যুবক রিকশায় বসে থাকা এক তরুণীর গলায় চাপাতি ঠেকিয়ে তাঁর রুপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর গাজীপুরের পুবাইল এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ছিনতাইয়ের সময় মোটরসাইকেলের চালক ছিলেন বলে জানিয়েছে মিরপুর মডেল থানা।
পুলিশ জানায়, শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মণিপুর এলাকার তাঁর বাসা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতিটি এবং ছিনতাইকৃত আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও।
গ্রেপ্তার শাকিল ও তাঁর সহযোগীরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তাঁরা মিরপুর ও আশপাশের এলাকায় মোটরসাইকেলে করে ঘুরে ছিনতাই চালাতেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার রাতে রিকশায় থাকা এক তরুণ ও তরুণী গলির মুখে পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে এসে তাঁদের ঘিরে ফেলে। সাদা টি-শার্ট পরা একজন কোমর থেকে চাপাতি বের করে তরুণীর দিকে কোপ দেওয়ার ভঙ্গি করে, আর কালো শার্ট পরা যুবক তাঁর গলা থেকে রুপার চেইন ও কালো ব্যাগটি ছিনিয়ে নেয়। তরুণীর ভ্যানিটি ব্যাগে ছিল আড়াই হাজার টাকা ও তিনটি ক্রেডিট কার্ড।
পুলিশ জানায়, শাকিলের সহযোগী শ্যামলকে ধরতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালানো হলেও সে পালিয়ে যায়। এখনো পলাতক রয়েছে শ্যামলসহ অপর এক সহযোগী। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভিডিওতে দেখা যায়, ছিনতাই শেষে তিনজন মোটরসাইকেলে উঠে চলে যায়। রিকশায় থাকা তরুণ তখন কালো ব্যাগটি ফেরত চাইলে সেটি ছুড়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। ঘটনার পরপরই একজন নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে এসে পৌঁছান, তবে ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
Leave a comment