Home জাতীয় আইন-বিচার চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে ভোট ছাড়াই বিএনপি–জামায়াতপন্থীদের ‘ভাগাভাগি’ বিজয়
আইন-বিচারজাতীয়রাজনীতি

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে ভোট ছাড়াই বিএনপি–জামায়াতপন্থীদের ‘ভাগাভাগি’ বিজয়

Share
Share

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ২১টি পদে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীরা বাধার মুখে মনোনয়নপত্র সংগ্রহই করতে পারেননি। ফলে নির্ধারিত ভোটগ্রহণের আগেই বিএনপি–জামায়াত সমর্থিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার ছিল মনোনয়ন জমার শেষ দিন। প্রধান নির্বাচন কর্মকর্তা তারিক আহমেদ জানান, প্রতিটি পদে একজন করে প্রার্থী মনোনয়ন দিয়েছেন এবং যাচাই-বাছাইয়ে সেগুলো বৈধ পাওয়া গেছে। আগামীকাল শনিবার তাঁদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

২১টি পদের মধ্যে ১৪টিতে বিএনপি–সমর্থিত এবং বাকি ৭টিতে জামায়াত–সমর্থিত প্রার্থীরা রয়েছেন। সভাপতি হিসেবে আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক হিসেবে হাসান আলী চৌধুরীসহ বিভিন্ন পদে তাদের প্রার্থীরা নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে জামায়াত–সমর্থিতদের মধ্যে সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুস, সহসম্পাদক ফজলুল বারী প্রমুখ রয়েছেন।

এই প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীরা। সভাপতি প্রার্থী আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক প্রার্থী ফখরুদ্দিন চৌধুরীসহ চারজন লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার পাঠাগারে মনোনয়ন ফরম কিনতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। অভিযোগে বলা হয়, ওই সময় বহিরাগতদের সহায়তায় তাঁদের থামিয়ে দেওয়া হয় এবং নির্বাচন পরিচালনা কমিটির কেউ সহযোগিতায় এগিয়ে আসেননি।

আবদুর রশিদ বলেন, “চট্টগ্রাম বারের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। এটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।”

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক উত্তেজনার কারণে তা স্থগিত হয়। এর আগে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা পাঁচজন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন। পরে ১৬ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দুই মাসের মধ্যে নির্বাচনের নতুন প্রক্রিয়া শুরু করা হয়।

দুই পক্ষের বিরোধ, সেনা মোতায়েন ও মনোনয়ন বাতিলের দাবি ঘিরে নির্বাচন নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা এখন প্রশ্নবিদ্ধ করে তুলেছে গোটা প্রক্রিয়াটিকে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে...

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজারে পৌঁছাল

ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬২ হাজারে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে...

Related Articles

আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী

আজ ২০ আগস্ট মুক্তিযোদ্ধা ও দেশের সর্বোচ্চ সামরিক খেতাবপ্রাপ্ত শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট...

মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানী ঢাকার মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার...

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭...

ঢাকায় ট্রাফিক অভিযান, এক দিনে ২ হাজারের বেশি মামলা দায়ের

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।...