ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে শুক্রবার উত্তাল হয়ে উঠেছে সংশোধিত ওয়াক্ফ আইন বাতিলের দাবিতে। দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, হুগলি থেকে শুরু করে কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, জাতীয় সড়ক অবরোধ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। একইসঙ্গে তাঁরা সরকারকে সতর্ক করে জানান, যতক্ষণ না এই আইন বাতিল হচ্ছে, আন্দোলন চলবে।
এই বিক্ষোভ শুধু একটি জেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। হুগলির চাপদানি, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও লালগোলা, এমনকি কলকাতার পার্ক সার্কাস ও আলিয়া বিশ্ববিদ্যালয় এলাকা থেকেও বড় ধরনের প্রতিবাদ উঠে আসে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন পার্ক সার্কাসে।
এই উত্তেজনার পেছনে রয়েছে রাজ্যের তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (IB) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ওয়াক্ফ সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে দখলে রেখেছেন। এই তালিকায় রয়েছেন রাজ্যের পৌরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, রাজ্যসভার সদস্য নাদিমুল হক এবং তৃণমূল কাউন্সিলর শাম্মীজাহান বেগম।
তালিকাভুক্ত চারজনের মধ্যে ফিরহাদ হাকিম ও নাসির উদ্দিন আহমেদ রাজ্য ওয়াক্ফ বোর্ডের সদস্য ছিলেন, যা পরিস্থিতিকে আরও বিতর্কিত করেছে।
অবশ্য ওয়াক্ফ আইন নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কিছুটা ভিন্ন। তিনি নিজেও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। ১৯৯৬ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন, তখন তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ওয়াক্ফ সম্পত্তি নয়ছয়ের অভিযোগ তুলেছিলেন। তার ভিত্তিতেই বিচারপতি গীতেশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। সেই সময় তিনি ১ হাজার কোটি টাকা মূল্যের ১৬০টি ওয়াক্ফ সম্পত্তির তালিকা দেন, যেগুলোতে ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ছিল।
বর্তমানে বিক্ষোভের তীব্রতা ও রাজনৈতিক বিতর্ক এই ইস্যুকে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন—সংশোধিত ওয়াক্ফ আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।
Leave a comment