নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তৈরি পোশাক কারখানা রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড এবং একই প্রাঙ্গণে অবস্থিত কম্পটেক্স বাংলাদেশ লিমিটেড। বুধবার রাত আটটার দিকে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
শ্রমিক অসন্তোষের সূত্রপাত ঘটে ১০ থেকে ১২ জন শ্রমিককে ছাঁটাইকে কেন্দ্র করে। শ্রমিকরা সকালেই উৎপাদন বন্ধ রেখে প্রথমে কারখানার ভেতরে ভাঙচুর ও লুটপাটে জড়ায়। এরপর তাঁরা বেরিয়ে এসে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। যৌথ বাহিনী সেখানে পৌঁছালে বাধে তীব্র সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করে।
কারখানার প্রশাসনিক মহাব্যবস্থাপক আদনান শামস জানান, ‘শ্রম আইনের ২৬ ধারা অনুসারে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছিল। কিন্তু শ্রমিকরা জোরপূর্বক কাজ বন্ধ করে, কারখানার ভেতর ও বাইরে ব্যাপক সহিংসতা চালায়, এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর হামলা করে। এ অবস্থায় আইন অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।’
ঘোষণায় উল্লেখ করা হয়েছে, শ্রমিকরা বেআইনি ধর্মঘট, দাঙ্গা, কারখানা ভাঙচুর, ক্যানটিন লুটপাট ও সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলার মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করেছে। এতে শ্রমিক, কর্মকর্তা ও সম্পদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে। ফলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এ ঘটনায় পুলিশ অন্তত ১০ শ্রমিককে আটক করেছে। তাঁরা হলেন: মো. দাদুল হক, মো. উজ্জ্বল মিয়া, সাদ্দাম হোসেন, আহাদ হোসেন, রাফি খান, সুমন সরদার, মো. সুমন হোসেন, মো. মোজাম্মেল, মো. মনিরুল ইসলাম ও মো. রাসেল আলী। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে এবং আটক শ্রমিকদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
কারখানা বন্ধের খবরে শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। উৎপাদন বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিকের জীবিকা ঝুঁকির মুখে পড়েছে। আন্দোলনকারী শ্রমিকদের দাবিগুলো এখনো পূর্ণাঙ্গভাবে প্রকাশ না পেলেও, ছাঁটাই ও বেতন-ভাতা সংক্রান্ত অসন্তোষ থেকেই উত্তেজনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন, শিল্প পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে কাজ করছে।
Leave a comment