Home আঞ্চলিক কক্সবাজারে খোলেনি কেএফসি-পিৎজা হাট
আঞ্চলিকজাতীয়

কক্সবাজারে খোলেনি কেএফসি-পিৎজা হাট

Share
Share

কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলী এলাকায় আন্তর্জাতিক সমবেদনা ও প্রতিবাদের মধ্যে বিভিন্ন রেস্তোরাঁতে ভাঙচুর চালানো হয়েছে।

এর মধ্যে প্রধান লক্ষ্য ছিল কেএফসি ও পিৎজা হাট, যেখানে ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড থাকা নিয়ে ক্ষোভের প্রতিবাদে এই ঘটনার সূচনা হয়। ভাঙচুরের ফলে কক্সবাজারে বর্তমানে কেএফসি-পিৎজা হাট বন্ধ অবস্থায় রয়েছে, তবে অন্যান্য কিছু রেস্তোরাঁ তাৎক্ষণিকভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সোমবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল হলিডে মোড় ঘুরে লাবণী হয়ে কলাতলী যায়। এ সময় ভাঙচুর চালানো হয় কেএফসি-পিৎজা হাট,পানসি, বীচ বিরাম, কাঁচা লংকা ও মেরিন ফুড নামের ৬টি রেস্তোরাঁ।

কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আলী বলেন, ফিলিস্তিনের প্রতি আমাদের সবসময় সংহতি রয়েছে। সোমবারের বিক্ষোভ মিছিলেও আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে, ইসরায়েলি পণ্য রাখার অজুহাতে কিছু উচ্ছৃঙ্খল মানুষ কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট, বীচ বিরাম এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছে। এ সময় কাঁচ লেগে কয়েকজন পর্যটকও আহত হন।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনা কক্সবাজারের পর্যটনের জন্য অশনিসংকেত। আমরা ইসরায়েলের পণ্য যত সম্ভব বর্জন করছি। তারা যদি সাইনবোর্ড নামিয়ে ফেলতে বলতো তাহলে সুন্দর একটা সমাধান হতো। ভাঙচুর করে পর্যটকদের মাঝে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। আহতও হয়েছেন কয়েকজন।

সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার শহরের পর্যটন জোনের সুগন্ধা লংবিচ এলাকায় তিনতলা ভবনের উপর তলায় কেএফসি এবং দ্বিতীয় তলায় পিৎজা হাটের অবস্থান। ভাঙচুরের পর বেশকিছু কাঁচ ভেঙে রয়েছে। আজও বন্ধ রয়েছে পিৎজা হাট-কেএফসি।

কক্সবাজার পিৎজা হাটের ইনচার্জ পারভেজ মিয়া বলেন, মূলত কেএফসির ওপর মানুষের ক্ষোভ বেশি। তারা হঠাৎ মিছিল থেকে কেএফসি লক্ষ্য করে ইট পাটকেল মারা শুরু করে। তবে কেএফসি উপরের ফ্লোরে হওয়ায় এগুলো এসে পড়ে পিৎজা হাটে। আমাদের বেশকিছু কাঁচ এবং যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কত টাকার ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হয়নি। আমরা আপাতত রেস্টুরেন্ট বন্ধ রেখেছি।

পানসি রেস্তোরাঁর মালিক জাফর আলম বলেন, সোমবার বেশকিছু পর্যটক দুপুরের খাবার খাচ্ছিলেন। এসময় হঠাৎ একদল লোক এসে ভাঙচুর চালায়। এমনকি ওইসময় কয়েকজন পর্যটকও আহত হয়েছেন। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কাঁচা লংকা রেস্টুরেন্টের ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন, রেস্তোরাঁর সাইনবোর্ডে সেভেন আপের বিজ্ঞাপন ছিলো। এই অজুহাতে আমাদের রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। এতে রেস্তোরাঁর সামনের কয়েকটা গ্লাস ভেঙে যায়। আমরাও তো ফিলিস্তিনকে সাপোর্ট করি। আমাদের বললে সাইনবোর্ড সরিয়ে ফেলতাম।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, সোমবার কলাতলী এলাকায় রেস্তোরাঁ ভাঙচুরের ঘটনায় হাশেম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, পুলিশ মিছিলের আগে ও পিছে ছিল। মিছিল অনেক বড় হওয়ায় মাঝখান থেকে কিছু অতি উৎসাহী লোক ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কয়েকটি রেস্টুরেন্ট পেপসির সাইনবোর্ড নামিয়ে ফেলেছে। কিছু ঢিল ছোঁড়ার ঘটনা ঘটেছে, তবে মিছিলে উপস্থিত মুরুব্বিরা তাদেরকে তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা পেলে জিম্মিদের দ্রুত রেহাই দেবে হামাস

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা পেলে শিগগিরই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ১৪ এপ্রিল (সোমবার ) হামাস গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতা...

জবিতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে বৈশাখী মেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে । রঙিন সাজসজ্জা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে...

Related Articles

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দাবি

  সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ প্রসঙ্গে তদন্ত কমিটির সুপারিশ...

ডিসেম্বরে ভোটে ঐকমত্য গড়তে বিএনপির আলোচনার উদ্যোগ

  ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়তে...

ইন্টারপোলে রেড নোটিশ: হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আবেদন

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং...

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

  রাজধানীর শেওড়াপাড়ায় ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনায় শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার...